তেলিয়ামুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার, কালিটিলা যুব সংঘ মাঠে একটি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পূজন বিশ্বাস-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এদিন, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেছেন, “আমি তেলিয়ামুড়া যুব তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আগামীদিনে জেলা তৃণমূল কংগ্রেস এইরকম টুর্নামেন্টের মধ্যে দিয়ে সমাজের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। আমি বিশ্বাস করি আগামীদিনের টুর্নামেন্ট আরো সাফল্য পাবে।”
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেছেন, “আজকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে চলেছে। আমি আশা করি যে, এই তেলিয়ামুড়া থেকেও বা আমাদের ত্রিপুরার খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলতে পারে। আজকে ত্রিপুরা রাজ্যে বড় সমস্যা হলো মাদক। আমরা দেখতে পাচ্ছি, ত্রিপুরার যুব সমাজ নেশার জন্য বিশাল সমস্যায় রয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসামে গিয়েছিলেন এবং উনি খুব গর্ব করে বলেছেন যে, হাজার হাজার কিলো মাদক জ্বালিয়েছেন আসাম পুলিশের সাহায্যে। আমার প্রশ্নটা হলো যে, ত্রিপুরা রাজ্য থেকে ৭৫০০০ কেজি মাদক ধরা পড়েছে এবং সেটা জ্বালানো হয়েছে? প্রশ্নটা হলো এই মাদকগুলো আসছে কোথা থেকে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়বদ্ধতা রয়েছে যে, কোন পথে, কীভাবে এই মাদকগুলো ত্রিপুরা রাজ্যে ঢুকছে?”