বৃহস্পতিবার দুপুর নাগাদ এই ঘটনা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে থেকে বিপুল পরিমাণে ড্রাগস সহ নগদ অর্থ ও এক যুবককে আটক করে পুলিশ।
জানা গেছে,, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার কাছে খবর ছিল TR06A 0473 নম্বরের গাড়িতে করে আগরতলার দিক থেকে জাহেদ মিয়া নামের এক যুবক তেলিয়ামুড়ার দিকে আসবে। আসার পথে হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট থেকে নগদ অর্থ, ড্রাগস সহ জাহেদ মিয়া নামের ঐ যুবককে আটক করতে সক্ষম হয় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ।