মঙ্গলবার সোনামুড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেলাঘর বাজার থেকে মেলাঘর মোটর স্ট্যান্ড অবধি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেশে মেলাঘর মোটর স্ট্যান্ডের নিকট এক পথসভা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, সাংসদ সুস্মিতা দেব, সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে মানুষের স্বার্থে কাজ করে চলেছে, আজ মেলাঘরের মিছিল ও পথসভায় জনসাধারণের ঢল ও কর্মীদের উৎসাহ দেখে এটাই প্রমাণিত হলো যে, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ওপর মানুষের সমর্থন রয়েছে বলে মন্তব্য তৃণমূল নেতৃত্বের। এদিন প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের উপস্থিতিতে, ২৬টি পরিবারের ১২৬ জন ভোটার বিজেপি এবং সিপিআইএম থেকে দলত্যাগ করে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন।