তীব্র দহনে শুধু রাজ্য নয় পুড়ছে গোটা দেশও ৷
মাথার উপর সূর্য যেন চোখ রাঙিয়ে আছে ৷ ঠিক এই রকম পরিস্থিতিতে ২৪শে এপ্রিল সোমবার পথচলতি মানুষের মধ্যে পানীয় জল, লেবুজল,শরবত,লস্যি বিতরণ করার এক মানবিক উদ্যোগ নেয় ধর্মনগর প্রেসক্লাব ৷ শুধু তাই নয় মোটরসাইকেল চালক, লড়ি,ট্রাক ও টুকটুক চালকদের জন্য সারাটা দুপুর জুড়ে ছিল ঠান্ডা জল, গ্লুকজ ও লেবুর শরবত খাওয়ানোর আয়োজন ৷ এদিন এই মহতী কর্মসূচীর উদ্বোধন করেন উত্তর জেলার পুলিশ সুপার শ্রী ভানুপদো চক্রবর্তী মহাশয়, পুস্পস্তবক দিয়ে তাঁকে অভিনন্দন জানান প্রেসক্লাবের সভাপতি পলাশ সেন পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ৷