তীব্র গড়মে পবিত্র ঈদের দিনে মসজিদে নমাজ পড়তে আসা মুসলিম ভাইদের এবং অন্যান্য পথচারীদের মধ্যে লস্যি ও শরবত বিতরণ করেন ধর্মনগর প্রেসক্লাব ৷
শনিবার সকালে ধর্মনগর বিবেকানন্দ রোডে অগনিত পথ চলতি মানুষকে এবং মসজিদে নমাজ পড়তে আসা মুসলিমদের লেবু জল, গ্লুকন ডি, লস্যি ও শরবত খাওয়ানোর ব্যাবস্থা করা হয় প্রেসক্লাবের পক্ষ্য থেকে ৷ তীব্র দাবদাহ থেকে একটু স্বস্তি পেয়ে খুশি পথচারীরা ৷
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর প্রেসক্লাবের সম্পাদক পান্নালাল ঘোষ সহ সকল সদস্যরা ৷