খুমলুঙ সর্বভারতীয় BJP সভাপতির জনসভায় যোগদান করার পথে প্রমোদনগর মহারাম বাজারে ত্রিপ্রা মোথা কর্মীদের দ্বারা আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা । প্রথমে বিজেপি কর্মীদের গাড়ি আটক করে বেধড়ক আক্রমণ চালায় ত্রিপ্রা মোথা কর্মীরা। ত্রিপ্রা কর্মীদের আক্রমণে আহত হয় প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তাদের নিয়ে আসা হয় বিশ্রামগঞ্জ প্রাথমি হাসপাতালে সেখান থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিপাহীজলা বিজেপি নেতৃত্বরা।