১০৩২৩ চাকরি চ্যুত শিক্ষকদের সমস্যা সমাধান ও আইনী জটিলতা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তিন সদস্যের এডভাইজারি কমিটি গঠন করল রাজ্য সরকার। কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এবি পাল, বরিষ্ট আইনজীবী চন্দ্রশেখর সিনহা এবং অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার প্রসেনজিৎ বিশ্বাস।আগামী ৩১ মার্চের মধ্যে কমিটিকে সব কিছু ক্ষতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।