তিন কোটি টাকার ফেন্সিডিল বোঝাই কন্টেনার গাড়ি জব্দ বাজারিছড়ার চুড়াইবাড়িতে, আটক তিন!!
ঘনঘন পুলিশের ধরপাকড়াও এর পরও কিছুতেই থামছেনা নেশাসামগ্রি পাচারের কাজ ৷ এতে স্তম্ভিত হয়ে পড়েছেন সচেতন মহল ৷ রাজ্যের অন্যান্য স্থানের কথা বাদ দিয়ে কয়েকদিন অন্তর অন্তর অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের দুটি পুলিশি গেটে বিপুল পরিমান নেশাসামগ্রি সহ এতে জড়িতোরা ধরা পড়লেও নেশার রমরমা বানিজ্য বন্ধ হওয়ার নাম নিচ্ছেনা ৷
সম্প্রতি বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচপোস্টের নবাগত ইনচার্জ প্রনব মিলি দায়িত্ব গ্রহনের পর বুধবার সকালে তৃতীয় দফায় পুলিশি নাকা চেকিং-এ ত্রিপুরায় পাচারের মুখে বিপুল পরিমান নেশাজাতীয় কফ শিরাপ বোঝাই একটি কন্টেনার গাড়ি জব্দ সহ তিনজনকে আটক করে ৷ জানা গেছে, এদিন সকাল ৬ টায় UP21CT6858 নম্বরের একটি ছয় চাকার জে.কে ডেইরি মিল্ক সামগ্রি বোঝাই কন্টেনার চুড়াইবাড়িতে পৌঁছলে, গাড়িটিতে যথারীতি তল্লাসি চালায় কর্তব্যরত পুলিশ ৷ এতে গাড়ির ভেতরে বোঝাইকৃত সামগ্রীর আড়াল থেকে ১০০টি বোতল করে মোট ৩৩০ কার্টুনে মোট ৩৩ হাজার নেশাজাতীয় ফেন্সিডিল নামক কফ শিরাপ উদ্ধার হয় ৷ যার কালো বাজারি মূল্য মোট ৩ কোটি টাকার অধীক হবে বলে পুলিশি সূত্রে প্রকাশ ৷ এই কান্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয় কন্টেনার চালক জিলানি শাহ, সহ চালক আনাশ ও আরেক সহ চালক আব্রাহামকে ৷ এদের উভয়ের বাড়ি উত্তরপ্রদেশে ৷ পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুর্নিদিষ্ট মামলা হাতে নিয়ে জোড় তদন্ত চালিয়ে যাচ্ছে ৷ বর্তমানে জব্দকৃত কন্টেনার সহ ধৃতরা বাজারিছড়া পুলিশের হেফাজতে রয়েছে ৷