নতুন বছরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ১২ শতাংশ ডি এ ঘোষণা করেছে রাজ্য সরকার। মহাকরনে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক জসিমদ্দিন। টুইট করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।