বৃহস্পতিবার মন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরহিত্যে রাজধানীর প্রজ্ঞা ভবনে জল জীবন মিশনের কাজের অগ্রগতির জন্য এক পর্যালোচনা বৈঠক হয়। তিনি বলেছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের প্রায় সব পরিবারে প্রয়োজনীয় জলের সংযোগ পৌঁছে দিতে হবে। টেন্ডার প্রক্রিয়া বিলম্ব হওয়ার কারণে সংশ্লিষ্ট এজেন্সিগুলি সময় মতো প্রকল্পের কাজ শুরু করতে পারে না। বৈঠকে টেন্ডার প্রক্রিয়া বাস্তবায়নেও দ্রুত সেরে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান তিনি।