১৪ই এপ্রিল শুক্রবার ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা তপশিলি জাতি মোর্চার উদ্যোগে জেলা কার্যালয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও ভারতীয় সংবিধানের প্রনেতা ভারতরত্ন বাবাসাহেব ডঃ বি.আর.আম্বেদকর এর জন্ম জয়ন্তী উদযাপন করা হয় ৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভানেত্রী শ্রীমতি মলিনা দেবনাথ,তপশিলি জাতী মোর্চার জেলা সভাপতি শ্রী পরিমল দাস সহ আরো অন্যান্যরা ৷
ভারতবর্ষে তপশিলি জাতিদের সমানঅধিকার দেওয়ার লক্ষে নিরন্তর লড়াই করে গিয়েছেন বাবাসাহেব আম্বেদকর ৷ ১৪ই এপ্রিল ডঃ বি. আর. আম্বেদকর জন্মজয়ন্তী সারা ভারতবর্ষে ভীম জয়ন্তী নামে পালিত হয় ৷ দেশবাসীকে উন্নয়নের প্রগতির পথের অনুসারী করতেই আজকের দিনের এই উদযাপন ৷