- ৭ তারিখ শুক্রবার শহরে ট্রাফিক আইন লঙ্ঘনকারী জনগণের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণে আরও বেশি সক্রিয় হয়েছে ত্রিপুরার ট্রাফিক দপ্তর। শুক্রবার থেকে উত্তরগেইট এলাকায় যে সকল যানবাহন চালক সিটবেল্ট পরেননি,গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করেন, যানবাহনের অবৈধ পার্কিং করেন, ট্র্যাফিক সিগন্যাল লঙ্ঘন করেন, দু চাকার যানবাহন চালানোর সময় হেলমেট পরেননি , লাইসেন্স নেই, রেজিস্ট্রেশন নেই , যারা মদমত্ত হয়ে গাড়ি চালনা করছেন , যাদের ডাবল হেলমেট নেই তাদের সকলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানের ট্রাফিক পুলিস অফিসাররা কড়া পদক্ষেপ গ্রহণ করে এবং তাদেরকে জরিমানা করে। এ বিষয়ে ট্রাফিক পুলিশের এক অধিকর্তা জানান ট্রাফিক আইন না মানার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে । তাই দুর্ঘটনা প্রতিরোধ করতেই ট্রাফিক দপ্তর এই বিষয়ে বিশেষ ভূমিকা নিচ্ছে।