রবিবার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে আগরতলা পুরনিগমে আবর্জনা সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীদের শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, টিসিএস এসোসিয়েশনের শীর্ষ পদাধিকারী অসীম সাহা সহ অন্যান্যরা। উমাকান্ত একাডেমি পুরাতন কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা টিসিএস অফিসারদের এই ধরনের মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।