টিওডি ট্যারিফ যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানে বটতলা এলাকায় গণ সাক্ষর সংগ্রহ অভিযান সংগঠিত করে
ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি। তাদের দাবি হলো,
১। বিদ্যুৎ শিল্পের বেসরকারিকরণ বন্ধ করতে হবে, এবং বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে।
২। টিও ডি ট্যারিফ যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে।
৩। গৃহস্থের মাসে ২০০ ইউনিট পর্যন্ত ও কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে।
৪। মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ, পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্ট চার্জ, পেনসন চার্জ, ডিউটি চার্জ, সার্ভিস চার্জ ইত্যাদি নানান প্রকার চার্জ নেওয়া বন্ধ করতে হবে।
৫। বিদ্যুৎ পরিবাহী পুরাতন লাইনের সংস্কার করে বিদ্যুৎ সরবরাহ অক্ষুন্ন রাখতে হবে। লো ভল্টেজ, লোড শেডিং বন্ধ করতে হবে।
৬। “পি এম সূর্য” যোজনায় অফ গ্রীড সোলার প্ল্যান্ট স্থাপনে ৬০% ভর্তুকী দিতে হবে।
৭। আউটসোর্সিং বন্ধ করা এবং অবিলম্বে স্থায়ী মিটার রিডার ও লাইন ম্যান নিয়োগ করতে হবে।
এই দাবিতে গণ স্বাক্ষর সংগ্রহ করে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর নিকট মাননীয় রাজ্যপালের মারফত ডেপুটেশন দেওয়া হবে।