সোমবার রাজধানী আগরতলা টিআরপিসি অফিস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন চেয়ারম্যান পাতালকন্যা জমাতিয়া ৷
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মে মাস থেকে রাবার চাষীদের কাছ থেকে ১১০ টাকা করে রাবার ক্রয় করবে টিআরপিসি ৷ তার পাশাপাশি টিআরপিসি-র কর্মচারীদের ১২% মহার্ঘ্য ভাতা দেওয়া হবে বলে জানান তিনি ৷ তিনি আরো বলেন রাবার শিল্পে গত পাঁচ বছরে ত্রিপুরা রাজ্যে অনেকটাই উন্নতি সাধন হয়েছে এবং আগামীদিনে গোটা রাজ্যের সাধারণ জনগন যারা রাবার শিল্পের সঙ্গে জড়িত তারা আরো বেশি করে উপকৃত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি ৷ মূলত রাবার শিল্প জুড়ে বর্তমান রাজ্য সরকার অনেক গুলি সংযোজন মূলক পদক্ষেপ গ্রহণ করেছেন ৷ সেই লক্ষ্যে এই নতুন সংযোজন গুলিকে সাধারণ জনগনের নিকট তুলে ধরার জন্য এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ৷ শুধু তাই নয় বহুদিন ধরে এই টিআরপিসি কর্পোরেশনের তরফ থেকে রাবার শিল্পের উপর বহু কার্যকলাপ করা হয়েছে, যার ফলে জনজাতি শ্রেনীর সাধারণ মানুষ অর্থনৈতিক ভাবে অনেকটাই স্বাবলম্বী ও আত্মনির্ভর হতে পেড়েছে ৷