বৃহস্পতিবার রাতে টানা কয়েক ঘন্টা ভারি বর্ষণে কারণে জলমগ্ন বেশ কিছু এলাকায় এরমধ্যে রয়েছে আইজিএম চৌমুহনী প্যারাডাইস চৌমুহনী শকুন্তলা রোড সহ মোটর স্ট্যান্ড এলাকাগুলো বৃহস্পতিবার রাত টানা দেড় ঘন্টাখানেক ভারী বর্ষণ হয় সঙ্গে ছিল না বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা এর ফলেই বন্ধু ছিল জল নিকাশি ব্যবস্থা কাজে থাকা পাম্পগুলি এরই মধ্যে জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে গভীর রাতে রাস্তায় নেমে পড়েন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আধিকারিকরা যে এলাকাগুলিতে জল জমেছে সেই এলাকাগুলি পরিদর্শন করেন এবং জানান যতগুলি পাম্প রয়েছে সেগুলি কাজ করছে এবং জল নিকাশি ব্যবস্থা খুব ভালো রয়েছে সেই সঙ্গে ঘন্টা খানেকের মধ্যে জলমগ্ন এলাকাগুলো থেকে জল সরে যাবে পাশাপাশি জানান রাস্তাঘাট জলমগ্ন হয়েছে কিন্তু কারো বাড়িতে জল প্রবেশ করেনি