জোড়া মাথা নিয়ে জন্ম নিল কন্যা সন্তান ! !
এক বিরল ঘটনার সাক্ষী রইলো গোমতী জেলা হাসপাতাল ৷ এক রিয়াং মায়ের কোল আলো করে জন্ম নিল দুই শিশু ৷ কিন্ত শিশু দুটির মাথা একসাথে জোড়া লাগানো ৷
গত ২৬শে মে গোমতী জেলার করবুক এলাকার বলরাম পাড়া এলাকার মথুরাম রিয়াং-এর স্ত্রী রেবতী রিয়াং কে গর্ভবতী অবস্থায় গোমতী জেলা হাসপাতালে ভর্তি করানো হয় ৷ রেবতী রিয়াং এর বয়ষ মাত্র ২৫ বছর ৷ জানা যায় গর্ভবতী হবার পর থেকে পরিবারের লোকজন প্রাথমিক চিকিৎসা বাবদেও কোনো চিকিৎসকের পরামর্শ নেন নি ৷ পরবর্তী সময়ে কিছু সমস্যা দেখা দেওয়ায় পরিবারের লোকজন তাকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করে ৷ ভর্তি করার ফলে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডঃ কাজল দাস রেবতী রিয়াং কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা করাচ্ছিলেন ৷
অবশেষে মঙ্গলবার রেবতী রিয়াং এর ডেলিভারি হয় ৷ ইমার্জেন্সিতে তাকে সিজারিয়ান ডেলিভারি করায় ডাক্তাররা ৷ রেবতী রিয়াং এর কোল আলো করে জন্ম নেয় দুই কন্যা সন্তান ৷ কিন্ত জন্মের পর দেখা যায় দুইটি কন্যা সন্তানের জন্ম হয়েছে অদ্ভুত রকম ভাবে ৷ দুইটির মাথা একসঙ্গে লাগানো ৷
স্ত্রী রোগ বিশেষজ্ঞ কাজল দাস জানান, এরকম জন্ম খুব কম হয় ৷ চিকিৎসক কাজল দাস তার কর্ম জীবনে আর কোনো দিন এই রকম দুই সন্তান জন্ম হতে দেখেন নি ৷
বর্তমানে মা ও শিশু দুইটি ভাল আছে বলে চিকিৎসক কাজল দাস জানান ৷ শিশু দুইটিকে দেখা শোনা করছেন গোমতী জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডঃ অভিজিৎ দত্ত ৷ বর্তমানে মা ও দুই শিশু গোমতী জেলা হাসপাতালে রয়েছে ৷ এই দুই শিশুকে দেখার জন্য জেলা হাসপাতালে আসা রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা ভীড় জমাচ্ছে ৷ তবে এদের এই পরিস্থিতির কি কারণ হতে পারে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি ৷