গত বছর গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগের জন্য রাজ্য সরকার দ্বারা গঠন করা হয়েছিল জে আর বি টি বোর্ড।এক বছর পেরিয়ে গেছে,তবে এখনো পর্যন্ত ফলাফল ঘোষনা করতে পারিনি সেই বোর্ড। ফল প্রকাশের দাবিতে বারংবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেও কোন উত্তর না পেয়ে শুক্রবার পুনরায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে আসে ছাত্রছাত্রীরা। কিন্তু পুলিশি বাধায় কর্তৃপক্ষের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি । এই নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। অফিসের সামনে বসেই চলে প্রতিবাদ । পরবর্তী সময়ে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।