জেসিবি তুলে নিয়েছে বন দপ্তর, বন্ধ রাস্তার কাজ, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ! !
বনদপ্তরের কর্মীরা রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত দুটি জেবিসি তুলে নিয়েছেন ৷ ফলে রাস্তার কাজ মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে ৷ তাতে খোয়াই পদ্মবিল এলাকায় প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের ৷ দুই দিন পর পর ঘটছে যান দুর্ঘটনা ৷
তাই বাধ্য হয়ে সোমবার জেসিবি ছাড়িয়ে আনতে এলাকাবাসীরা খোয়াই-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন ৷ অবরোধের জেড়ে রাস্তার যান চলাচল স্তদ্ধ হয়ে পড়েছিল ৷ দীর্ঘ সাড়ে চার ঘন্টার পর ঘটনাস্থলে ছুটে গিয়েছেন খোয়াই মহকুমা বন দপ্তরের আধিকারিক নীতিশ চক্রবর্তী ৷ তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন এবং সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন ৷ এর পরই অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী ৷
জনৈক অবরোধকারীদের অভিযোগ, দুই মাস আগে খোয়াই পদ্মবিল এলাকায় পাগলাবাড়িতে নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল ৷ কাজ চলাকালীন বন দপ্তরের কর্মীরা রাস্তার কাজে ব্যবহৃত দুটি জেসিবি তুলে নিয়ে গেছেন ৷ তাতে মাঝ পথেই রাস্তার কাজ বন্ধ হয়ে যায় ৷ ফলে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের ৷ দুই দিন পর পর ঘটছে যান দুর্ঘটনা ৷ অবশেষে জেসিবি ছাড়িয়ে আনতে এলাকাবাসী এদিন জাতীয় সড়ক অবরোধ করেন ৷ এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তদ্ধ হয়ে পড়েছিল ৷ তাতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছিল ৷ দীর্ঘ সাড়ে চার ঘন্টার পর ঘটনাস্থলে গিয়েছেন খোয়াই মহকুমার বন দপ্তরের আধিকারিক নীতিশ চক্রবর্তী ৷ তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন এবং সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ৷ ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী ৷