রাজ্য সরকার নিয়োগের ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণ মহিলাদের জন্য রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যাতে এগিয়ে যেতে পারে তার জন্য কাজ করছে সরকার। পড়াশুনার পাশাপাশি খেলাধূলার প্রতি জোর দিতে হবে। তাহলে রাজ্য এবং দেশের উন্নয়ন হবে। শুক্রবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়েছে।