প্রথমবারের মতো ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। সে উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্য। আগামী ৩ ও ৪ এপ্রিল জি-২০ সম্মেলন উপলক্ষে রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে এক প্রদর্শনী অনুষ্ঠান। সেই প্রদর্শনী সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার পরিদর্শনে যান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। পরবর্তী সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শান্তনা চাকমা জানান, গোটা রাজ্যের ৮ টি জেলা থেকে একটি করে স্টল সেখানে অংশগ্রহণ করবে। এছাড়া মোট ৪৬ টি স্টল এই প্রদর্শনী অনুষ্ঠানে থাকবে। তিনি আরও বলেন, মূলত ত্রিপুরাকে আরও উন্নত করার জন্যই এই জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে।