আগরতলা পুর নিগমের নর্থ জোনের অন্তর্গত জিবি এলাকার যানজট মুক্ত করতে, পার্কিং সহ বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসারত দোকানীদের অন্যত্র সরানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে সোমবার ট্রাফিকের এসপি, এ এম সি নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ সহ দোকানীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।