জিবিপি হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সেখানে গিয়ে চিকিৎসাধীন কয়েকজন রোগী ও তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বললেন তিনি। হাসপাতালে চিকিৎসা পরিষেবা সম্পর্কে তাঁদের কাছ থেকে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নরেন্দ্র মোদী দেশের অন্তিম ব্যক্তির কাছে সকল সুবিধার পাশাপাশি উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবার যে কর্মযজ্ঞ চালিয়েছেন, সেই দিশাতেই কাজ করছে রাজ্য সরকার । এই হাসপাতালে সাধারন রোগীদের স্বার্থে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু করতে সরকার চিন্তা-ভাবনা করছে।