জয়শ্রী শর্মার মৃত্যু প্রদেশ বিজেপির কাছে বড় ক্ষতি। শোকপ্রকাশ করে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার সন্ধ্যায় প্রয়াত হন বিজেপির প্রথম শহীদ শ্যামহরি শর্মার স্ত্রী জয়শ্রী শর্মা। তিনি বিজেপি ত্রিপুরা প্রদেশের সহ-সভাপতি ছিলেন। তাঁর প্রয়াণের খবর পেয়েই সন্ধ্যায় তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। রাতে তাঁর মরদেহ বিজেপি প্রদেশ কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অনান্যরা।