‘এই দেশ নিয়ে তুমি যে স্বপ্ন দেখেছিল আমি তা পূর্ণ করার চেষ্টা সর্বদা করব।’ এভাবেই বাবা রাজীব গান্ধীর ৭৮তম জন্মদিনে তাঁকে কথা দিলেন পুত্র রাহুল । শনিবার বীরভূমিতে রাজীব গান্ধীর সমাধিস্থলে তাঁকে শ্রদ্ধাও জানান তিনি। তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী রবার্ট ভদরা। সংসদে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালও তাঁদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন।টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল। সেখানেই তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘পাপা, তুমি সব সময় আমার সঙ্গে, আমার হৃদয়ে রয়েছ। এই দেশ নিয়ে তুমি যে স্বপ্ন দেখেছিলে আমি তা পূর্ণ করার চেষ্টা সর্বদা করব।’