কড়া নাড়ছে রাজ্যে বিধানসভা নির্বাচন। যে কোন মুহূর্তে নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিজেপির জনসংযোগ কর্মসূচী। বস্কনগর বিধানসভার বিভিন্ন এলাকায় জনসম্পর্ক অভিযানে নেমেছেন বিজেপির রাজ্য সম্পাদক জসীমদ্দিন। মঙ্গলবার বক্সনগর মন্ডলের অন্তর্গত ৪২নং বুথে জনসম্পর্ক অভিযান করা হয় । উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক জসীমদ্দিন, সিপাহীজলা দঃ জেলার যুব মোর্চার সহসভাপতি মামন তালুকদার সহ অনান্য নেতৃত্বরা। বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের সাথে কথা বলেন তাঁরা। খোঁজ নেন সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন কি না।