হাতে আর মাত্র কয়েকদিন।তারপরেই রাজ্যে বেজে যাবে নির্বাচনের দামামা। ইতিমধ্যেই জনসংযোগ শুরু করে দিয়েছে প্রদেশ বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার বাগবাসা মন্ডল এর অন্তর্গত পশ্চিম ইচাই লালচড়া ৬ নং বুথ এ ঘর ঘর বিজেপি অভিযান করা হয় এবং সকলের সাথে বেনিফিসারী নিয়ে আলোচনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বাগবাসা মন্ডল সভাপতি সুদীপ দেব , সাধারন সম্পাদক বিশ্বজিত নাথ সহ অনান্যরা।