জনপ্রতিনিধিদের সাথে বিডিও-দের সম্পর্ক আরো বাড়াতে হবে : মুখ্যমন্ত্রী
রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে যা চায় তাই পায় ৷ এর সুফল হল একমাত্র ডবল ইঞ্জিন সরকার ৷ বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে বিভিন্ন ব্লকের বিডিও-দের নিয়ে আয়োজিত কর্মশালায় এমনটাই অভিমত ব্যক্ত করলেন, মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ৷ রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন সহ গ্রাম উন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্প রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের ৷
সেগুলি নিয়ে এদিনের কর্মশালায় রাজ্যের বিভিন্ন ব্লকের বিডিও সহ অন্য আধিকারিকরা অংশ নেন ৷ কর্মশালা উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এসব প্রকল্প গুলি সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন ৷ তিনি বলেন, দিল্লী থেকে যে প্রকল্প গুলি আনা হয় সেগুলি বিডিও-সহ অন্য আধিকারিকরা রুপায়ন করেন, এতে দ্বিমত নেই ৷ সব জায়গায় ভালো পারফরম্যান্স সম্ভব হয়েছে বিডিও-দের জান্যই ৷ নতুন করে ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য বিজ্ঞাপন করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো বলেন, পঞ্চায়েত বডির সঙ্গে বিডিও-দের সম্পর্ক আরো বেশি শক্তিশালী করতে হবে ৷ পাশাপাশি জনপ্রতিনিধিদের সাথে বিডিও-দের সম্পর্ক আরো বেশি সুদৃঢ় করতে হবে ৷ তাহলে উন্নয়নমূলক কাজে আরো বেশি গতি আসবে ৷ কেন্দ্র সরকারের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এক লক্ষ ঘর চাওয়ার পর ১ লক্ষ ৩০ হাজার ৬৯৫টি ঘর দেওয়া হয়েছে ৷
২০১৮ সালের আগে মাত্র ২৪,৯৯০ টি ঘর ত্রিপুরা রাজ্য পেয়েছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর জন্য সংকল্পবদ্ধ হয়ে দায়িত্ব পালন করেছেন ৷ আর সেই দিশাতেই এগিয়ে যাচ্ছেন বলে জানান মুখ্যমন্ত্রী ৷ এদিন কর্মশালায় রেগা, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন স্কিম নিয়ে সচিব জে কে সিনহা, গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব, অতিরিক্ত সচিব, অধিকর্তা সহ অন্যরা উপস্থিত ছিলেন ৷