কাঞ্চনপুর থেকে আগরতলা ফেরার পথে বড়মুড়া পাহাড়ে আচমকা বিজেপি জনজাতি মোর্চার কেন্দ্রীয় সভাপতি এবং রাজ্য সভাপতির উপর প্রাণঘাতী হামলা সংগঠিত হয়।ভাংচুর করা হয় বিকাশ দেব্বর্মার গাড়ীটি। জনজাতি মোর্চার রাজ্য সভাপতির অভিযোগ তিপ্রামথার কর্মী সমর্থকরাই এই হামলা সংঘটিত করে। জানা গেছে, এই হামলা চলা কালিন সময় জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেব্বর্মার সাথে ছিলেন কেন্দ্রীয় জনজাতি মোর্চার সভাপতি সমির ওরান, MDC বিদ্যুৎ দেব্বর্মা।