জনগনের মজবুত আস্থাকে আধার করে উন্নয়নের দৃঢ় সংকল্প , ভারতীয় জনতা পার্টির “বিজয় সংকল্প” । তীব্র শীতকে উপেক্ষা করে জনগনের এই বিশাল সমুদ্রই প্রমান করে বিজেপির প্রতি অটুট “জনবিশ্বাস”। শনিবার পাবিয়াছড়া বিধানসভা এলাকায় “বিজয়সংকল্প সমাবেশে” বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।