“জনগনকে পরিষেবা প্রদানের অন্যতম ভিত্তি হচ্ছে পরিকাঠামোগত সংস্কার” । বিগত দিনের জীর্ণতা কাটিয়ে আজ সারা রাজ্যেই নির্মিত হচ্ছে জনমুখী পরিকাঠামো।উত্তর ত্রিপুরা জেলার হাফলং থেকে যুবরাজনগর মহকুমা কার্যালয়, গ্রামোন্নয়ন দপ্তর কার্যালয় ও মার্কেট স্টলের শুভ উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা