জনগণের আস্থা হারিয়ে, চরম হতাশাগ্রস্ত কমিউনিস্ট ও কংগ্রেস আশ্রিত সন্ত্রাসীরা বনমালিপুর মন্ডলের তপশিলি জাতি মোর্চার সভাপতি সুমন দাসের উপর প্রাণঘাতী হামলা চালায় l ক্ষমতালোভে স্বজন খুনের অভিযুক্তরা, সন্ত্রাস যাদের মজ্জাগত, গণতন্ত্র ভুলুন্ঠনকারীদের, ত্রিপুরার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যোগ্য জবাব দেবেন l বিষয়টিতে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে l আমার পূর্ণ বিশ্বাস হামলাকারী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে l আহত সুমন দাসকে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা বললেন সাংসদ বিপ্লব কুমার দেব।