রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় অনন্য নজির। অভাবনীয় সাফল্য অর্জন করলেন চিকিৎসকরা। জটিল অস্ত্রোপচারে নজির স্থাপন করলেন আগরতলার জিবিপি হাসপাতালের চিকিৎসকরা । ভয়ঙ্কর এক দুর্ঘটনায় গলায় এবং মুখে রড আটকে গুরুতর আহত হন পেশায় গাড়ি চালক কৃষ্ণধন পোদ্দার। কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়ে সফল অস্ত্রোপচারের মাধ্যমে এই রড বের করতে সক্ষম হন জিবিপি হাসপাতালের এক বিশেষ মেডিকেল টিম। মঙ্গলবার জিবি হাসপাতালে ভর্তি করা হয় আহত ঐ ব্যক্তিকে। বুধবার ভোরবেলা অস্ত্রোপ্রচার হয়। এই খবর পাওয়ার পর চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি টুইট করে বলেছেন, আমি জেনে খুশি হলাম আপাতত বিপদমুক্ত আছেন আহত ব্যক্তি। এই সফল অস্ত্রোপচারের সাথে যুক্ত সকল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।