জঙ্গি হানায় মৃত্যু পাঁচ সেনার!!
ভারতের জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর গাড়িতে ভয়াভহ আগুণ লাগার ঘটনা ঘটেছে ৷ বৃহস্পতিবার ২০ এপ্রিল ঘটনাটি ঘটে কাশ্মীরের পুঞ্জ এলাকায় ৷ ট্রাকটি ভিমবের গলি থেকে আসছিল ৷ সেই সময় এই অগ্নিকান্ড ঘটেছে বলে খবর ৷
প্রাথমিকভাবে মনে হয়েছিল বাজ পড়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৷ তবে ভারতীয় সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বজ্রপাত নয়, জঙ্গী হানার কারনেই এই ঘটনা ঘটেছে ৷ সেনার গাড়ির উপর গ্রেনেড ছোড়া হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷