ফের সংবাদের শিরোনামে চড়িলাম।এবার দক্ষিণ চড়িলামে নিখোঁজ হয়ে যায় সি পি আই এম ব্রাঞ্চ সম্পাদক লিটন সাহা। নিখোঁজের খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
রবিবার রাতে স্থানীয় একটি দোকানের সামনে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। সেই সময় হঠাৎ দোকানের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে তিন চারজন লোক মুখে কালো কাপড় বাঁধা, লিটন সাহার চোখ মুখ ঢেকে তাকে তুলে নিয়ে যায়। সোমবার সকালে স্থানীয় জঙ্গল থেকে তাঁকে উদ্ধার করা হয়। লিটন জানায়, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে কিছুই জানে না। কাউকে চিনতেও পারেনি। ঘটনায় রহস্য তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।