জগদীশ দেববর্মাকে চেয়ারম্যান করে তিপ্রা মথা দল চার সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। আগামী ৩ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এই কমিটি আট জেলায় দলের বিধায়ক, এমডিসি সহ অন্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন। উচ্চ পর্যায়ের কমিটির বাকি সদস্যরা হলেন প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, রাজেশ্বর দেববর্মা এবং বুধু কুমার দেববর্মা।