স্মার্ট সিটিতে ছিনতাইর ঘটনার তদন্তে পুলিশের নজরে উঠে আসল চাঞ্চল্যকর তথ্য। জয়নগর এলাকা থেকে ছিনতাই-র ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় ২৩ সেপ্টেম্বর জয়নগর এলাকার বাসিন্দা বৃথা দেব পালের গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারিরা। সদর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক জানান এই ছিনতাই -র ঘটনার তদন্ত ক্রমে শেষ পর্যন্ত পশ্চিম আগরতলা থানার পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালায়।
এই অভিযানে অমৃত রায় ও সাগর নম-কে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক দারিকাপুর ভগৎ সিং কলোনির বাসিন্দা অমরেশ চক্রবর্তী এবং দক্ষিন রামনগর এলাকার বাসিন্দা পেশায় সরকারি কর্মচারী মিন্টু দাসকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার ভোরে মনপ্পুরম গোল্ড লোণ ফাইনান্স কোম্পানির ম্যানেজার রিমন চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ছিনতাই হওয়া বেশকিছু স্বর্ণালঙ্কার। মঙ্গলবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক আরো জানান ধৃত অমৃত রায় ও সাগর নমঃ ছিনতাই করতো। তারপর তারা ছিনতাই করা মাল অমরেশ চক্রবর্তী ও সরকারি কর্মচারী মিন্টু দাসের নিকট বিক্রয় করতো। পরবর্তী সময় অমরেশ চক্রবর্তী ও সরকারি কর্মচারী মিন্টু দাস মনপ্পুরম গোল্ড লোণ ফাইনান্স কোম্পানির ম্যানেজার রিমন চক্রবর্তীর সাথে মিলে মনপ্পুরম গোল্ড লোণ ফাইনান্স কোম্পানি থেকে ঋন নিয়ে যেত কোন ধরনের নথিপত্র ছাড়া। এতে ছিনতাইকারি, ছিনতাইর মাল ক্রেতা ও মনপ্পুরম গোল্ড লোণ ফাইনান্স কোম্পানির ফায়দা হত।