শুধু ভালো নম্বর প্রাপ্তিই নয়, বাস্তবিক জ্ঞান অর্জনই শিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া বাঞ্ছনীয় l হতাশাকে পিছনে ফেলে দৃঢ়চেতা অপ্রতিরোদ্ধ মানসিকতাই প্রতিবন্ধকতা জয় করে সাফল্যের অন্যতম চাবিকাঠি l ছাত্র ছাত্রীদের সাফল্যই আগামীর ত্রিপুরার উন্নততর ভবিষ্যতের ভীত বীর বিক্রম ম্যামোরিয়াল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন সাংসদ বিপ্লব কুমার দেব l