শনিবার রাজধানীর ভগিনী নিবেদিতা ছাত্রীনিবাস পরিদর্শনে যান তপশিলি কল্যাণ মন্ত্রী ভগবান দাস। ছাত্রী নিবাসে গিয়ে ছাত্রীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। হোস্টেল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন ছাত্রীরা । উল্লেখ্য, গত দুইদিন আগে এই হোস্টেলের ছাত্রীরা শিক্ষা মন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রী নিজে তপশিলি কল্যান দপ্তরের মন্ত্রী ভগবান দাসের সাথেও কথা বলেন। শনিবার ছাত্রীনিবাস পরিদর্শন শেষে মন্ত্রী জানান, হোস্টেল সুপারের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছে ছাত্রীরা। এইগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।