বুধবার চড়িলাম রাজনৈতিক হিংসার ঘটনায় পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে দুইজন শাসক দলের। দুইজন সিপিআইএম দলের। বিশালগড় থানায় চড়িলাম কাণ্ড নিয়ে ২টি মামলা দায়ের হয়েছিলো। ১৩২/২২ মামলাটি করেছে সিপিআইএম। সেই মামলায় গ্রেফতার করা হয় বিজেপি কর্মী শুভম দেবনাথ (২৫), দিলীপ কুমার ভৌমিক (৫৪)। ১৩৩/২২ মামলা হয়েছে বিজেপি’র তরফে। সেই মামলায় সিপিএম কর্মী ভবতোষ দত্ত (৪৮) এবং বাম গৌতম দাসকে (৫৬) গ্রেফতার করা হয়।