ব্রু সম্প্রদায়ভুক্ত রাজ্যের কৃতি সন্তান চৌংসমাইহা রিয়াং আজ আর্মি অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই ভিডিও টুইট করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সেই ভিডিও টুইট করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানি সাহা। তিনি বলেন, লেফটেন্যান্ট চৌংসমাইহার প্রতি জানাই অসংখ্য অভিনন্দন ও শুভকামনা। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজী ও কেন্দ্রীয় গৃহ মন্ত্রী শ্রী অমিত ভাই শাহ’র সার্বিক প্রয়াসে বদলাচ্ছে ব্রু জনগোষ্ঠীর আর্থ-সামাজিক স্থিতি।