চুরি হয়ে যাওয়া এই রিক্সা থেকে বিভিন্ন সামগ্রি উদ্ধারের সাফল্য পেলো কদমতলা থানার ওসি সুবীর মালাকার ৷ ধর্মনগর মহকুমার এই রিক্সা সহ রিক্সার সামগ্রি চুরির ঘটনা অব্যহত হয়েছে ৷ গত পয়লা মে কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রামের পালপাড়ার বাসীন্দা বিদ্যুৎ পালের এই রিক্সাটি বাড়ি থেকে চুরি করে নিয়ে যায় চুরের দল ৷ ঘটনার পর এই রিক্সার মালিক স্থানীয় থানায় মামলা দায়ের করার পর থানার ওসি সুবীর মালাকার এই রিক্সা উদ্ধারে মাঠে নামে ৷ সেই ক্ষেত্রে ওসি গঠন করেন একটি বিশেষ টিম ৷ সেই মোতাবেক শুক্রবার গভীর রাতে দক্ষিণ কদমতলা এলাকার বাসীন্দা রসিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া ই-রিক্সা ও চারটি রিক্সার ব্যাটরি সহ বাড়ির মালিককে গ্রেফতার করে পুলিশ ৷ এ বিষয়ে ওসি সুবীর মালাকার জানান চুরচক্রের বিরুদ্ধে এই অভিযান আগামীদিনেও জাড়ি থাকবে ৷ শনিবার ধৃত চোরকে ধর্মনগর জেলা আদালতে সোপার্ধ করেছে পুলিশ ৷