চুরি যাওয়া বাইক সহ আটক দুই বাংলাদেশী চোর!!
এমনটাই বলা হচ্ছে যে চুরি করার সময় থেকে অর্থাৎ বাইক যে সময় চুরি করা হয় তার ১৬ থেকে ২০ ঘন্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে প্রশাসনিক আধিকারিকরা সেই চুরি যাওয়া বাইক সহ দুই বাংলাদেশী চোরকে ৷
বিস্তারিত, রামনগর হরিজন কলোনী থেকে একটি বাইক চুরি করে এই দুই চোর ৷ মহাম্মদ জনু মিঞা ও কালাম মিঞা বারিক ৷ বাংলাদেশ আখাউড়া PS এ তাদের বাড়ি বলে জানা যায় ৷ পরবর্তীতে মধুপুর হরিহর দোলা থেকে বাইক সহ দুজনকে আটক করে পুলিশ ৷
দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে চোরের গ্যাং এসে বর্ডার এলাকার যে সকল জায়গা ফেন্সিং হয়নি সেই সকল এলাকা থেকে বাইক বাংলাদেশে পাচার করছে ৷ সঙ্গে রাজ্যের কুখ্যাত চোরের গ্যাংও জড়িত বলে জানা যায়, এবং সেই বিষয়টি জানায় পুলিশ ৷ তদন্ত চলছে, পুরো গ্যাংটাকে জালে তোলার চেষ্টা করছে পুলিশ, এমনটাই তোলে ধরেছেন SDPO দেবপ্রসাদ রায় ৷