চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার। আজ উদয়পুরে গোমতী জেলা হাসপাতালের নবনির্মিত অত্যাধুনিক ট্রমা কেয়ার সেন্টারের দ্বারোদঘাটন করে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি, এই নতুন ট্রমা কেয়ার সেন্টারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী এবং চিকিৎসক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন।