রাজধানীর আগরতলা শহরের অরুন্ধতিনগর থানা এলাকার ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গতকাল রাতে কোন এক সময়ে একটি ম্যাক্স গাড়ি চুরি করে নিয়ে যায় চোরেরা। গাড়ির মালিক মঙ্গলবার সকালে ঘটনা জানতে পেরে অরুন্ধতীনগর থানায় গিয়ে এ ব্যাপারে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করেন। গাড়ির মালিকের নাম ক্ষিতীশ দাস। তিনি জানান অন্যান্য দিনের মতোই গাড়িটি তার গাড়ির চালাকের বাড়িতেই ছিল।







