নিয়োগের দাবিতে সোমবার সকাল থেকে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করে রাখে এস টি জি টি উত্তীর্ণ চাকুরি প্রত্যাশী যুবক-যুবতীরা। কিন্তু পরবর্তী সময়ে পুলিশ তাঁদের উপর লাঠিচার্জ করে। আহত হয় বেশ কয়েকজন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিএম ও কংগ্রেস।
পুলিশের লাঠি ঘায়ে গুরুতর আহত হয়েছে ৪৭ জন। এর মধ্যে তিনজনের হাত ভেঙে গেছে এবং দুজনের পা ভেঙে গেছে।
এদিকে খবর পেয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থা খোঁজখবর নেন। কথা বলেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সাথে। তিনি বলেন সেখানে জেলা শাসক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারত। পুলিশ দিয়ে অমানবিকভাবে তাদের উপর আক্রমণ নামিয়ে আনার প্রয়োজন ছিল না। তাই এই সরকারকে বর্বর, অমানবিক এবং অমানুষ ছাড়া আর কিছু বলার নেই। দীর্ঘ পাঁচ বছর আগে রাজ্যের যুবক-যুবতীদের ঠকিয়ে সরকারে এসেছে। এখন তারা সরকারে এসে পাঁচ বছর ধরে যুবক যুবতীদের এভাবে হয়রানি করছে। এটা রাজ্যের মানুষ কিছুতেই সহ্য করবে না বলে জানান তিনি। যেসব পুলিশ অফিসার এ ধরনের ঘটনা সংঘটিত করার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যাতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হয় তারও দাবি জানান ।
খবর পেয়ে ছুটে যান কংগ্রেস নেতা আশীষ কুমার সাহাও। তিনি এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেন এটি বর্বরচিত রাষ্ট্রবাদী আক্রমণ। এবং এই ঘৃন্ন রাজনীতি এবং প্রতারণার তীব্র নিন্দা জানায় কংগ্রেস। এভাবে পুলিশ লেলিয়ে বেকারদের উপর আক্রমণ নামে আনা শুধু হতাশ নয় বেকারদের জীবন বিপন্ন। আগামী দিনে চাকরি প্রত্যাশীদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন আশীষ কুমার সাহা।