চলতি মাসেই নয়া সংসদ ভবনের উদ্বোধন ! মোদি সরকারের ৯ বছর পূর্তিতে চমক
নতুন সংসদ ভবনের উদ্বোধন হবে ২৮ মে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করবেন ৷ ওই দিন বিনায়ক দামোদর সাভারকরের ১৪০ তম জন্মদিন ৷ বীর সাভারকর ১৮৮৩ সালে ২৮ মে ভাগুরে জন্মেছিলেন ৷ নতুন সংসদ ভবন অন্ততপক্ষে ১৫০ বছর টিকে থাকবে ৷ সেইভাবেই তৈরি করা হয়েছে ৷ বর্তমান সংসদ ভবনটি এখন শতবর্ষে পড়েছে ৷ এই বিষয়ে শুক্রবার ট্যুইট করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন স্পিকার ওম বিড়লা ৷ সেখানে তিনি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান ৷ উল্লেখ্য গত মার্চ মাসে নতুন সংসদ ভবন দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে ৪ তলা ভবন সেটি ৷ সেখানে ১২০০ জনেরও বেশি সাংসদ এখানে বসতে পারবেন ৷ প্রধানমন্ত্রী ঘুরে দেখার সময় সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন ৷ ২০২০ সালের ডিসেম্বর মাসে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী ৷ এই ভবনে থাকছে একাধিক কমিটি কক্ষ ৷ আছে বড় লাইব্রেরি রুম ৷ আছে পার্কিং এর বড় জায়গা ৷ প্রথমে ঠিক হয়েছিল এই সংসদ ভবনটি ২৬মে উদ্বোধন করা হবে ৷ কারন মোদি সরকারের প্রথম শপথগ্রহণ হয়েছিল সেদিন ৷ যদিও পরে সেই দিন বদলানো হয় ৷ আত্মনির্ভর ভারতে প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে এই বিল্ডিংকে ৷
এদিকে জানা গিয়েছে, এই নতুন ভবনে আসন্ন বর্ষা মরশুমে সংসদের অধিবেশন বসার ৷ এই ভবনটি তৈরিতে খরচ হয়েছে ৯৭০ কোটি টাকা ৷ ৬৫ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এটি অবস্থিত ৷ লোকসভা ও রাজ্যসভার জন্য দুটি বড় হল করা হয়েছে ৷ একটি স্টেট অফ দ্য আর্ট কনস্টিটিউসন হল রয়েছে সেখানে ৷ অফিস রুম থাকছে ৷ মিটিং এর জন্য কমিটি রুম থাকছে ৷ লোকসভার জন্য বসার আসন সংখ্যা রয়েছে ৮৮৮ টি ৷ একই সঙ্গে ৩৩৪ আসনের রাজ্যসভা হল তৈরি করা হয়েছে ৷ যৌথ অধিবেশনের জন্য ১২৮০ জন সদস্য বসতে পারবেন লোকসভা চেম্বারে ৷ এখন বর্তমান সংসদ ভবনটি ১৯২৭ সালে সম্পূর্ণ হয়েছিল ৷ এখন বর্তমানে তা ৯৬ বছরের পুরনো ৷ লোকসভা ও রাজ্যসভা রেজোলিউশন করে সরকারকে আর্জি জানিয়ছিলেন নতুন ভবন তৈরির জন্য ৷ বর্তমান সময়ে প্রয়োজনের জন্য বর্তমান সংসদ ভবনটি অপ্রতুল হয়ে পড়ছিল ৷