বিধানসভা নির্বাচন কে সামনে রেখে প্রচার শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। গত রবিবার থেকে সারারাজ্য জুড়ে শাসক দল নয়া জনসংযোগ কর্মসূচি শুরু করেছে। “ঘরে ঘরে বিজেপি ” কর্মসূচী চলছে সারা রাজ্য জুড়ে । এই কর্মসূচির মাধ্যমে বিজেপি কার্যকর্তারা প্রতিটি ঘরে ঘরে যাবে। মানুষের সাথে কথা বলবে। বুধবার টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ১৮নং বুথের উদ্যোগে এই কর্মসূচি হয়। কর্মসূচিতেতে অংশ নেন কর্পোরেটর রত্মা দত্ত।