গ্রেপ্তার ইমরান খান ৷ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করলো পাক রেঞ্জার্স ৷ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরেই গ্রেপ্তার করা হয় তাঁকে ৷ এমনটাই জানা গিয়েছে স্থানীয় পাক মিডিয়া সূত্রে ৷ মাত্র দুদিন আগেই ভারত ফেরত পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোকে কটাক্ষ করেছিলেন ইমরান ৷ তবে কি সেটাই কাল হল তাঁর ? জানা গিয়েছে একাধিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে ইমরান খানকে ৷
অভিযোজ উঠেছে গ্রেফতারির পর ইমরান খানকে মাড়ধর করেছে পাক রেঞ্জার্স ৷ এরপর তাঁকে অজ্ঞাত কোনও স্থানে নিয়ে যাওয়া হয়েছে ৷ গ্রেফতারির আগে ইসলামাবাদ হাইকোর্ট পৌঁছানোর পূর্বে দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তাও দিয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ৷
এদিকে ভারত সফরে এসে বিলাবল ভুট্টো আসলে দেশকে অপদস্ত করেছেন ৷ এমনটাই মন্তব্য করতে শোনা গিয়েছিল ইমরান খানকে ৷ তিনি বলেন, ‘অর্থনৈতিক সংকট থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি পাকিস্তান ৷ এ অবস্থায় সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর বিদেশ সফর দেশের অর্থ অপচয়’৷
পাক সরকারের বিরুদ্ধে তোপ দেগে ইমরান বলেন, ‘গোটা বিশ্বের কাছে পাকিস্তান এখন অপদস্থ হচ্ছে ৷ বিলাবল, আপনি কি দেশের টাকায় বিদেশ যাওয়ার আগে একবারও জানতে চাননি যে, এতে পাকিস্তানের লাভ হবে না ক্ষতি হবে’ ? তবে কি বিদেশমন্ত্রীর উদ্যেশে করা তাঁর এই কটাক্ষই কাল হয়ে দাড়ালো ইমরান খানের জন্য ? রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকতে এখন লন্ডনে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷ সম্প্রতি এসসিও গোষ্ঠীর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে গোয়ায় এসেছিলেন সে দেশের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি ৷ এই দুই সফর নিয়েই মন্তব্য করেছিলেন ইমরান খান ৷