গ্রামের রাস্তা নির্মান না করে, সাইনবোর্ড ঝুলাতে এসে গ্রামবাসীর বাধার মুখে পড়লো গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ৷
ঘটনা গত ১৯ই এপ্রিল বুধবার ধর্মনগর-বাগবাসা মূল সড়কের কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে ৷ বাম জামানা থেকে এই গ্রামের তিন ও চার নং ওয়ার্ডের মানুষ চলাচলের জন্য একটি পাকা রাস্তা দাবি করে আসছেন ৷ কিন্ত অভিযোগ বাম আমল কিংবা রামআমল তাদের ভাগ্যে আর পাকা রাস্তা জোটেনি ৷ এভাবেই দীর্ঘ বছর কেটে গেলেও এবার ওই গ্রামের রাস্তার কাজ না করিয়ে দুই লাখ চুয়ান্ন হাজার আট শত তেপান্ন টাকা ব্যয়ে পেভার ব্লকের রাস্তা নির্মান করা হয়েছে বলে সরকারি সাইনবোর্ড লাগাতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ ৷